শিরোনাম
ভারতভিত্তিক বহুজাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের প্রেসিডেন্ট মোহিত জোশি পদত্যাগ করেছেন।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ইনফোসিস কর্তৃপক্ষ জোশিকে ধরে রাখতে শেষ পর্যন্ত চেষ্টা করেছিল। কিন্তু তিনি নিজেকে আরও বড় পর্যায়ে ভাবছেন। প্রায় সাড়ে তিন লাখ কর্মীর প্রতিষ্ঠানটিতে আগামী ৯ জুন পর্যন্ত আছেন, তবে এই দিনগুলো ছুটিতে থাকবেন তিনি।
এরপর এ বছরের ২০ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত ‘টেক মাহিন্দ্র’র এমডি ও সিইও হিসেবে কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন মোহিত জোশি।
২০০০ সালে ইনফোসিসে যুক্ত হওয়ার পর থেকে কোম্পানিটির বিভিন্ন পদে কাজ করেছেন মোহিত জোশি। প্রতিষ্ঠানটির আর্থিক সেবা শাখার ইউরোপ প্রধান হিসেবে কাজ করেন। ইনফোসিস মেক্সিকোর সিইও হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।