জেলে যাওয়ার জন্য স্বেচ্ছায় ব্যাংক ডাকাতি!

ফানাম নিউজ
  ১১ মার্চ ২০২৩, ১৫:৩৫

বলিউডের ‘পিকে’ সিনেমার একটি দৃশ্যে দেখা যায়, ফ্রিতে খাওয়া-দাওয়া ও থাকার জায়গা হিসেবে কারাগারকে বেছে নেন আমির খান। আর এ জন্য তিনি নিষিদ্ধ জায়গায় মূত্রত্যাগ করে ইচ্ছাকৃত পুলিশের হাতে আটক হন। এবার ঠিক সেরকম না হলেও কারাগারে যাওয়ার জন্য রীতিমতো ব্যাংক ডাকাতি করেছেন যুক্তরাজ্যের ইউটাহ প্রদেশের ডোনাল্ড স্যান্টাক্রোস নামের এক ব্যক্তি।

জানা যায়, স্যান্টাক্রোসের বয়স ৬৫ বছর। সম্প্রতি তিনি ইউটাহ অঙ্গরাজ্যের সল্টলেক সিটির ওয়েলস ফার্গো ব্যাংকে যান। সেখানে গিয়ে তিনি ব্যাংক কর্মকর্তাদের কাছে মাত্র এক মার্কিন ডলার দাবি করেন।

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ বলে, স্যান্টাক্রোস ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের একটি চিরকুট দেন। সেখানে লেখা ছিল, এটি করার জন্য আমাকে ক্ষমা করবেন। আমাকে এক ডলার পরিমাণ অর্থ দিন। তবে আপনারা এটাকে ডাকাতি বলে বিবেচনা করবেন। তার এ অদ্ভুত দাবি পূরণও করেন ব্যাংকের লোকজন। তবে এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়।

ব্যাংক কর্মকর্তারা তাকে ওই এক ডলার নিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু ডোনাল্ড জানান, তিনি যাবেন না। স্যান্টাক্রোস। এমনকি, তিনি ব্যাংক কর্মীদের বলেন, আপনাদের বিষয়টি পুলিশকে জানানো উচিত। এ কথা বলেই স্যান্টাক্রোস ব্যাংকের লবিতে বসে পড়েন। তার দাবি, পুলিশ আসতে দেরি হওয়ায় সেখানে বসে থাকতে বিরক্তও হন তিনি।

একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক নিরাপত্তার কথা চিন্তা করে অন্য কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন ও পুলিশে খবর দেন। পুলিশ এসে ডাকাতির গুরুতর অভিযোগে স্যান্টাক্রোসকে আটক করে ও সেদিন সন্ধ্যার দিকেই তাকে সল্টলেক কাউন্টি মেট্রো জেলে নিয়ে যাওয়া হয়।

পরবর্তী সময়ে পুলিশি জিজ্ঞাসাবাদে স্যান্টাক্রোস স্বীকার করেন, কেন্দ্রীয় কারাগারে যাওয়ার জন্য মরিয়া ছিলেন তিনি। তিনি আরও বলেন, তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তিনি আবারও ব্যাংক ডাকাতি করবেন। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, ব্যাংক ডাকাতির বিচার করে কেন্দ্রীয় সরকার। ফলে স্যান্টক্রোস এখন কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণাধীন কারাগারে যেতে পারবেন।

গত সপ্তাহেও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে স্যান্টাক্রোসকে আটক করে আয়রন কাউন্টির ইউটাহ হাইওয়ে টহলদল। সেসময় তার কাছ থেকে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স জব্দ করা হয়।