শিরোনাম
পাকিস্তানে এইডস রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত সাত বছরে দেশটিতে এইচআইভি আক্রান্ত রোগী বেড়েছে প্রায় ৭০ শতাংশ। সম্প্রতি পাকিস্তানের জাতীয় এইচআইভি নিয়ন্ত্রণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। খবর জিও টিভির।
সরকারি তথ্যমতে, ২০১৬ সালের শুরুতে পাকিস্তানে এইডস রোগী ছিল প্রায় ১৭ হাজার। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে এসে তা বেড়ে দাঁড়ায় ৫৯ হাজারে।
গত সাত বছরে পাকিস্তানে সবচেয়ে বেশি এইডস রোগী শনাক্ত হয়েছে পাঞ্জাবে। ২০১৬ সালে প্রদেশটিতে এইচআইভি পজিটিভ ছিলেন ৬ হাজার ৮৭৫ জন। ২০২২ সালে সেটি ৮০ শতাংশ বেড়ে ৩১ হাজারে পৌঁছেছে।
বালোচিস্তানে ২০১৬ সালে এইডস রোগী ছিল মাত্র ৩৪৫ জন। পরের সাত বছরে সেই সংখ্যা বেড়ে ১ হাজার ৭৫৯ জন হয়েছে।
সিন্ধে এইডসের প্রকোপ বেড়েছে ৬৯ শতাংশ। ২০১৬ সালে সেখানে এইচআইভি পজিটিভ ছিলেন ৫ হাজার ১৮৩ জন, ২০২২ সালের শেষে তা হয়েছে ১৬ হাজার ৭৬৫ জন।
একইভাবে, খাইবার পাখতুনখোয়ায় এইডস রোগীর সংখ্যা ২ হাজার ৩৮৪ জন থেকে বেড়ে পাঁচ হাজারে পৌঁছেছে। গত সাত বছরে অঞ্চলটিতে এইডস রোগী বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
এছাড়া পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এইচআইভি পজিটিভ ২০১৬ সালের ২ হাজার ২২৭ জন থেকে বেড়ে ২০২২ সালে ৩ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে।
২০১৬ থেকে ২০২২’র পরিসংখ্যান
ন্যাশনাল এইচআইভি কন্ট্রোল সেন্টারের ২০১৬ সালের তথ্যমতে, পাকিস্তানে এইচআইভি পজিটিভ রোগী ছিলেন মোট ১৭ হাজার ১৮ জন। এর মধ্যে প্রায় ১০ হাজার রোগী অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিয়েছেন।
২০১৭ সালের জানুয়ারিতে পাকিস্তানে এইচআইভি রোগীর সংখ্যা বেড়ে হয় ২২ হাজার ৫১২ জন। ২০১৮ সালে শনাক্ত রোগী দাঁড়ায় প্রায় ২৯ হাজার, যার মধ্যে চিকিৎসা নিয়েছেন ২০ হাজার জন।
২০১৯ সালের জানুয়ারিতে পাকিস্তানে এইডস রোগীর সংখ্যা দাঁড়ায় ৩৪ হাজার ৫০৬ জন, যার মধ্যে চিকিৎসা নিতে যান ২৭ হাজার ১০৬ জন।