শিরোনাম
হজরত সৈয়দ শাহ মেহের আল কাদেরির ১২২তম উরস উপলক্ষে ২২০০ বাংলাদেশি গেছেন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনিপুরে জোড়া মসজিদে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজবাড়ী থেকে বিশেষ ট্রেনে করে স্থানীয় সময় ভোর ৫টায় মেদিনীপুর স্টেশনে থামে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
ট্রেনটি দর্শন-গেদে সীমান্ত পার হয়ে রানাঘাট, দমদম, খড়গপুর হয়ে মেদিনিপুরে থামে। এবারে আসা ২২০০ বাংলাদেশির মধ্যে ১২৭৬ জন পুরুষ, ৮৩০ জন নারী এবং ৫৯ জন শিশু।
স্টেশনে পৌঁছাতেই তাদের ফুল দিয়ে স্বাগত জানান মেদিনিপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানসহ অন্যান্য কর্মকর্তারা।
জানা গেছে, প্রতি বছর এ দিনে বাংলাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসে সেখানে যান। এ উৎসব ঘিরে মেদিনীপুর শহরের মিঞাবাজার এলাকায় মেলায় পরিণত হয়। এ উৎসব ঘিরে প্রায় কয়েক কোটি রুপির বেচা-কেনা চলে।
মহামারি করোনার কারণে গত দুবছর বিধি-নিষেধের মধ্যে এ উৎসব ছোট করে করা হয়েছিল। এবার করোনার চোখ রাঙানি না থাকার ফলে ধর্মপ্রাণ মানুষের সংখ্যা বেশি হবে বলে আশা করছেন কর্মকর্তারা।