শিরোনাম
চাকরিপ্রার্থীদের মুখোশ পরিয়ে সাক্ষাৎকার নিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে চীনের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সম্প্রতি ওই সাক্ষাৎকারের একটি ভিডিও ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়।
জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশের চেঙদু অ্যান্ট লজিস্ট নামের প্রতিষ্ঠান অভিনব এ সাক্ষাৎকার নিয়েছে। কারণ হিসেবে তারা বলছে, অনেক সময় চাকরিপ্রার্থীদের অনেকে চেহারা সুন্দর হওয়ার কারণে কম যোগ্যতা নিয়ে চাকরি পেয়ে যান। এমনটা যাতে না ঘটে, সেজন্যই এমন উদ্যোগ। তাদের কাছে চেহারা নয়, যোগ্যতা ও মেধার গুরুত্বই বেশি।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ঘটনাটির ভিডিও করেন জেঙ্গ নামের এক নারী। ৩ ফেব্রুয়ারি ভিডিওটি চীনের নিজস্ব একটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। পরে সেখান থেকে ভিডিওটি অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা যায়, সাক্ষাৎকারের জন্য মুখোশ পরে বসে আছেন কয়েকজন চাকরিপ্রার্থী। সিরিয়াল অনুযায়ী মুখোশ পরেই চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা।
এদিকে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকে এমন উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকে আবার ব্যঙ্গও করেছেন।
অনেকের মতে, এ ধরনের সাক্ষাৎকার সমতা প্রতিষ্ঠা করতে পারে। অনেকে আবার এমন সাক্ষাৎকারে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছন। অন্যদিকে, কেউ কেউ আবার বলছেন, প্রশ্ন করে বলছেন, কোম্পানিটি নিজেদের প্রচারের জন্য এমন কৌশল নিয়েছে।