শিরোনাম
ঐতিহাসিক যশোর রোডের পশ্চিমবঙ্গ অংশের দুপাশ থেকে ৩০৫টি বহু পুরোনো শিরীষ গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ শহরের এক নম্বর রেলগেটে যানজট কমাতে সড়ক সম্প্রসারণ ও উড়াল রেলসেতু নির্মানের উদ্দেশ্যে এ অনুমতি দেওয়া হলো।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) গাছ কেটে ফেলার অনুমতি দেওয়ার পাশাপাশি একই জায়গা বরাবর এক হাজার ৫০০টি গাছ লাগানোর শর্ত দেন দেশটির সুপ্রিম কোর্ট। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এ নির্দেশ কার্যকর করতে হবে। পাশাপাশি একই প্রজাতির গাছ লাগানো হয়েছে কি না সেদিকেও নজর রাখা হবে বলে জানান আদালত।
এর আগে ২০১৮ সালে বারাসাত থেকে পেট্রাপোল পর্যন্ত যশোর রোড সম্প্রসারণের জন্য চার হাজার ৩৬টি গাছ কেটে ফেলার পরিকল্পনা করেছিল পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর। তার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন হয়েছিল। সে আন্দোলনে স্থানীয় মানুষজন ছাড়াও যোগ দিয়েছিলেন রাজ্যের একাধিক কবি, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।
সেসময় গাছ কাটার ওই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর) নামের একটি সংগঠন। তখন হাইকোর্টের প্রধান বিচারপতি নিশিতা মাত্রের ডিভিশন বেঞ্চ গাছ কাটায় স্থগিতাদেশ দিয়েছিলেন।