শিরোনাম
নতুন আল কায়েদা প্রধান হয়েছেন মিশরের একটি বিশেষ বাহিনীর সাবেক কর্মকর্তা সাইফ আল-আদেল। বিভিন্ন সদস্য দেশগুলোর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আল কায়েদার প্রয়াত প্রধান আয়মান আল-জাওয়াহিরির মৃত্যুর পর ৬২ বছর বয়সী সাইফ আল-আদেলই সংগঠনের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছিল। গত বছর আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় নিহত হন আয়মান আল-জাওয়াহিরি।
তবে মিশরীয় সাবেক সামরিক কর্মকর্তা সাইফ আল-আদেল যে সংগঠনের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সে বিষয়ে আল কায়েদার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদার ওপর নিষেধাজ্ঞা নিরীক্ষণকারী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটি সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ও তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানের রাজনৈতিক সংবেদনশীলতার কারণে সাইফ আল-আদেলের দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে আল কায়েদার এই শীর্ষ নেতার মাথার বিনিময়ে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে আল কায়েদার প্রতিষ্ঠাতা এবং সংগঠনের প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকেই চাপের মধ্যে আছে আল কায়েদা।