দক্ষিণ কোরিয়ায় ভারি তুষারপাত নিয়ে সতর্কতা জারি

ফানাম নিউজ
  ২৭ জানুয়ারি ২০২৩, ০৬:৫৪

রাজধানী সিউল ও আশপাশের এলাকায় ভারি তুষারপাত নিয়ে পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সিউল এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকায় বেশ কিছুদিন থেকে ভারি তুষারপাত পড়ছে।

কোরিয়া আবহাওয়া প্রশাসন (কেএমএ) জানায়, সিউলের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিম অঞ্চল, ইনছন, সিউলের আশপাশের গিয়ংগি প্রদেশের কিছু অংশ এবং দক্ষিণ ছুংছংপ্রদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এই পূর্বাভাস জারি করা হয়েছে।

গতকাল মধ্যরাত থেকে তুষারপাত হালকাভাবে দেখা দিলেও আজ বৃহস্পতিবার সকালে বিভিন্ন স্থানে থেকে তথ্য নিয়ে জানা গেছে তুষার ঝড় বয়ে গেছে। কোরিয়া আবহাওয়া প্রশাসন সাধারণ নাগরিকদের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার এবং ভারি যানজট এড়াতে স্বাভাবিকের চেয়ে আগে কাজে যাওয়ার পরামর্শ দিয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত ২ থেকে ৭ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা এবং জেজু দ্বীপের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে ১০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হতে পারে। গিয়ংগি দো প্রদেশের পূর্বাঞ্চল এবং গাংওয়ান প্রদেশের অভ্যন্তরীণ এলাকায় ১ থেকে ৫ সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

গত কয়েকদিন যাবত কোরিয়ার শৈতপ্রবাহে অসহনীয় কষ্টের মধ্যে তুষার ঝড় জনজীবন অতিষ্ঠ নতুন মাত্রা যোগ হলো। তবে দেশের বেশিরভাগ অঞ্চলে আজ থেকে তাপমাত্রা বাড়বে বলে আশা করা যাচ্ছে।