ব্রাজিলে দাঙ্গা: সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

ফানাম নিউজ
  ২২ জানুয়ারি ২০২৩, ১৯:৩৫

ব্রাজিলের রাজধানীতে দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের ব্যাপক তাণ্ডবের দুই সপ্তাহ পর সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার দে আরুডাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।

গত ৮ জানুয়ারি ব্রাসিলিয়ায় তাণ্ডবের সময় ডানপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তারে জেনারেল জুলিও সিজার দে আরুডা বাধা দিয়েছিলেন- এমন অভিযোগে তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। খবর এএফপি ও উইঅন নিউজের।

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আর্জেন্টিনায় যাওয়ার আগের দিন লুলা ডা সিলভা দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করলেন।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ৮ জানুয়ারি বিক্ষোভের দিন রাতে বলসোনারোর সমর্থকরা এক পর্যায়ে রাজধানী ব্রাসিলিয়ায় সেনা সদরদপ্তরের বাইরে একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করতে গেলে জেনারেল আরুডা বাধা দেন। তিনি সেদিন প্রেসিডেন্ট লুলার বিচারমন্ত্রী ফ্ল্যাভিও ডিনোকে বলেছিলেন, 'আপনারা এখানে লোকজনকে গ্রেপ্তার করতে পারবেন না।'

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভার ঘনিষ্ঠজনদের বিশ্বাস- সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে জেনারেল আরুডার রাজনৈতিক সম্পর্ক রয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির জাতীয় কংগ্রেস, সুপ্রিম কোর্ট ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়।