শিরোনাম
নিউইয়র্ক-দিল্লির একটি ফ্লাইটে মূত্রকাণ্ডের জন্য এয়ার ইন্ডিয়াকে ৩৭ হাজার ডলার জরিমানা করেছে দ্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। শুক্রবার ডিজিসিএ এই সিদ্ধান্ত জানায়।
এই ঘটনায় বিমান সংস্থাটির পাশাপাশি, বিমানের ভারপ্রাপ্ত চালককেও শাস্তি দিয়েছে ডিজিসিএ। ঘটনাটির জন্য সেদিনের বিমানচালককে চার মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।
গত বছরের ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলার গায়ে শঙ্কর মিশ্র নামে এক সহযাত্রীর মূত্রত্যাগের অভিযোগ ওঠে।
ঘটনার প্রায় দেড়মাসেরও বেশি সময় পর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন এই পদক্ষেপ নিয়েছে। ডিজিসিএ তাদের নিজস্ব তদন্তে ওই এয়ারলাইন্সের গাফিলতি খুঁজে পেয়েছে এই মূত্রকাণ্ডে।
এ বিষয়ে ডিজিসিএ জানায়, বেসামরিক বিমানপরিবহনকারী ওই সংস্থা এই ইস্যুতে বেশ উদাসীন ছিল। গোটা ঘটনা নিয়ে একটি সম্পূর্ণ রিপোর্ট চেয়েছে ডিজিসিএ। এয়ারলাইন্সের তরফেই এই রিপোর্ট চাওয়া হয়েছে।