শিরোনাম
পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে তৃণমূল কংগ্রেস ঘোষিত ‘দিদির দূত’ কর্মসূচিতে অভিযোগ জানাতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের এক যুবক। সেখানে রাজ্যের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই তাকে সপাটে চড় মারেন এক তৃণমূল কর্মী। এ নিয়ে হইচই পড়ে গেছে রাজ্যজুড়ে। পরে সেই যুবকের কাছে ক্ষমা চেয়েছেন মন্ত্রী নিজেই।
পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটারদের মন পেতে সম্প্রতি ‘দিদির দূত’ কর্মসূচি ঘোষণা করেছে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এ কর্মসূচির মাধ্যমে ‘দিদি’ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ‘দূত’ হিসেবে দলের প্রথম সারির নেতারা গ্রামে গ্রামে ঘুরে মানুষজনের সমস্যার কথা শুনবেন।
সম্প্রতি ‘দিদির দূত’ কর্মসূচিতে বারাসাতের দত্তপুকুর এলাকায় গিয়ে অভাব-অভিযোগ শুনছিলেন খাদ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। সেখানেই অভিযোগ জানাতে যান সাগর বিশ্বাস নামে এক ব্যক্তি।
মন্ত্রীর সামনে দাঁড়িয়ে এলাকার উন্নয়নে রাস্তা-ঘাট ও বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলেন সাগর। এসময় হঠাৎ তৃণমূলের এক কর্মী রথীন ঘোষের সামনেই সপাটে চড় মারেন ওই যুবককে।
সাগর বিশ্বাস বলেন, ‘আমি রাস্তা-ঘাট ও মন্দিরের উন্নয়নের কথা বলতে গিয়েছিলাম। আমাকে কী কারণে মারলো বুঝতে পারছি না। অভিযোগ জানাতে গিয়ে মার খেতে হবে জানলে কেউই আসবে না।’
তবে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দাবি করেছেন, ‘এটি আমাদের কাজ নয়। আমরা এমন উদ্দেশ্য নিয়ে আসিনি।’ তিনি বলেন, ‘আমরা সবার অভাব-অভিযোগ শুনতে এসেছি। তবে যদি কারও উদ্দেশ্য থাকে এই অনুষ্ঠানটাকে নষ্ট করবে, তাহলে ভিন্ন ব্যাপার।’
অবশ্য এ ঘটনার পরে সাগর বিশ্বাসকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়েছেন রথীন ঘোষ।