শিরোনাম
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। তাদের মধ্যে দুই শিশুসহ এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টায় গোল্ড কোস্টের মূল সমুদ্র সৈকতের সি ওয়ার্ল্ড থিম পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পর্যটকদের কাছে এলাকাটি সমুদ্রের ওপর দিয়ে হেলিকপ্টারে চড়ে চক্কর দেওয়া ব্যাপক জনপ্রিয়। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার দুটিও পর্যটকদের নিয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ছিল। দুর্ঘটনার পর সমুদ্রসৈকতে পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
কুইন্সল্যান্ড পুলিশ জানায়, একটি হেলিকপ্টার নেমে আসছিল। একই সময়ে উড়ে যাচ্ছিল আরেকটি হেলিকপ্টার। দ্বিতীয়টি আকাশে উড়তেই হেলিকপ্টার দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে একটি হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পর অস্ট্রেলিয়ার পরিবহন দপ্তরের সদস্যরা সেখানে উদ্ধার অভিযান শুরু করেন। তবে সমুদ্র সৈকতে বালুর মধ্যে দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানায় স্থানীয় পুলিশ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে দুর্ঘটনার কবলে পড়া একটি হেলিকপ্টার। তবে আরেকটি একেবারে অক্ষত অবস্থায় রয়েছে।
এদিকে, এ ঘটনার তদন্ত শুরু করেছেন ব্রিসবেন ও ক্যানবেরার পরিবহন দপ্তরের কর্মকর্তারা। ছয় সপ্তাহের মধ্যে তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি