শিরোনাম
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। শিগগিরই এই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, দুই দেশের মধ্যে যুদ্ধ আরও তীব্র হতে পারে। এরই মধ্যে নতুন বছরে ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি। খবর আল-জাজিরার।
জেলেনস্কি বলেন, আমাদের বলা হয়েছিল আত্মসমর্পনের কোনো বিকল্প নেই। কিন্তু আমরা বলি জয়ের কোনো বিকল্প নেই।
জনগণের উদ্দেশ্য তিনি বলেন, আমরা একটি দল হিসেবে লড়ছি। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পুরো দেশ ও এই অঞ্চল। আমি আপনাদের সবার প্রশংসা করি।
এদিকে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে অসংখ্য বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। নতুন বছর শুরুর কয়েক ঘণ্টা পরেই সারাদেশে বেজে উঠে বিমান হামলার সাইরেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে, কিয়েভের কিছু বাসিন্দা তাদের বারান্দা থেকে চিৎকার করে বলতে থাকেন, ‘ইউক্রেনের গৌরব! বীরদের গৌরব!’
ইউক্রেনের প্রেসিডেন্ট নতুন বছরের বার্তা দেওয়ার কয়েক মিনিটের মাথায় এ হামলার ঘটনা ঘটে।
ইউক্রেন ২০২৩ সালে লড়াই চালিয়ে যাবে ও যেকোনো কিছুর জন্য প্রস্তুত আছে বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।