শিরোনাম
মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (নাদমা) জানিয়েছে, বাতাং কালি ভূমিধসের স্থানে আরও চারটি মরদেহ পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
হুলু সেলাঙ্গর ওসিপিডি সুপার সুফিয়ান আবদুল্লাহ বলেন, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাত মিটার মাটির নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান আজ সপ্তম দিনে পা রেখেছে। বুধবার রাত ১০টায় উদ্ধারকাজ স্থগিত করার পর বৃহস্পতিবার সকালে তা আবার শুরু হয়।
গত ১৬ ডিসেম্বর ভোররাতে সেলাঙ্গর রাজ্যের বাটাং কালির কাছে গোহটং জায়ায় ফাদারস অর্গানিক ফার্ম ক্যাম্পসাইটে ভূমিধসে অন্তত ৯৪ জন আটকা পড়েন। এর মধ্যে ৬১ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, এএফপির প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে তাকে তার কুকুর জড়িয়ে ধরে থাকতে দেখা গেছে।
কর্তৃপক্ষ জানায়, তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কুকুরের দেহাবশেষ ভেটেরিনারি সার্ভিস বিভাগে (ডিভিএস) পাঠানো হয়েছে।