শিরোনাম
মদিনায় মসজিদে নববির প্রাঙ্গণে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। এতে সেখানের দায়িত্বরত সৌদি রেড ক্রিসেন্টের সদস্যরা এক নজিরবিহীন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। অন্যান্য দিনের মতোই সেখানে ওই নারী নামাজের জন্য গিয়েছিলেন। হঠাৎ প্রসব বেদনার এক পর্যায়ে তিনি এক সন্তানের জন্ম দেন। খবর সৌদি গেজেটের।
সৌদি রেডক্রিসেন্টের মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জারানি বলেন, অ্যাম্বুলেন্স কেন্দ্রের সঙ্গে সংযুক্ত আল-হারাম কেন্দ্রে ওই নারীকে সন্তান প্রসবে সাহায্য করেন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
আহমেদ বিন আলী আল-জারানি বলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন ওই নারীর অবস্থা শোচনীয় ছিল। কারণ তিনি তখন প্রায় সন্তান প্রসব করছিলেন।
রেড ক্রিসেন্ট দল জানায়, ওই নারী সংকোচন অনুভব করছিলেন। তাছাড়া তার পানি ভেঙে সন্তানের মাথা বেরিয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, দলটি এই জাতীয় পরিস্থিতিতে কঠোরভাবে প্রোটোকল অনুসরণ করে পদক্ষেপ নেয় ও তাকে সন্তান জন্ম দিতে সহায়তা শুরু করে।
ডা. আহমেদ বিন আলী আল-জারানি বলেন, সফলভাবে সন্তান প্রসবের পর মা ও শিশুকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য বাব জিব্রিল স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, বিশেষ চিকিৎসা প্রশিক্ষণের কারণে দলটি শিশুটিকে নিরাপদে ডেলিভারি করতে সক্ষম হয়েছে।