শিরোনাম
ভারতের উত্তরপ্রদেশে ২৫ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর এক অফিসের কাছে তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ এরই মধ্যে শেহজাদ নামের ৩৬ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তি এরই মধ্যে অপরাধ স্বীকার করেছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ভুক্তভোগী তরুণী প্রেমিকের সঙ্গে দেখা করতে হায়দারাবাদ থেকে সেখানে যান। নয় মাসে আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়।
প্রতিবেদনে বলা হয়, এক পর্যায়ে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। এরপর ওই তরুণী শেহজাদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলে তাকে উত্তরপ্রদেশে যেতে বলা হয়। তারপর ৮ নভেম্বর হায়দারবাদ থেকে সেখানে ভ্রমণ করেন ভুক্তভোগী তরুণী।
পুলিশের তথ্য অনুযায়ী, হত্যার শিকার ওই তরুণীর বাবা তেলেঙ্গানার একজন মাঝারি ব্যবসায়ী। শেহজাদকে বিয়ে করতে বলেছিলেন ওই তরুণী। কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। এ নিয়ে কাথা কাটাকাটির এক পর্যায়ে ওই তরুণীকে ইট দিয়ে মাথায় আঘাত করে প্রেমিক। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।
স্থানীয় পুলিশ সুপার বলেন, একটি অফিসের পরিত্যাক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে থাকা আইডি কার্ডের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। তাছাড়া পুলিশ ওই স্থান থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করেছে।
তিনি আরও জানান, অভিযুক্তসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এক প্রশ্নের জবাবে অভিযুক্ত জানিয়েছে, ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়।