হাতির পায়ের চাপায় কৃষকের মৃত্যু

ফানাম নিউজ
  ১৩ নভেম্বর ২০২২, ০২:৩৫

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটে গেলো আরও এক দুর্ঘটনা। সেখানের পার্বতীপুরম মান্যম জেলায় বন্য হাতির পায়ের চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। সম্প্রতি এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, গত কয়েক বছরে কোমরদা থানার সীমানার অধীনে এটি চতুর্থ ও জেলার কুরুপম বিধানসভা কেন্দ্রের অধীনে অষ্টম ঘটনা।

প্রতিবেদনে বলা হয়, হাতির পায়ের চাপায় এবারের মৃত্যু ব্যক্তির নাম দাসারি গোবিন্দ। পেশায় তিনি একজন কৃষক।

কমরাদা পুলিশের উপ-পরিদর্শক এম জে নাইডু বলেন, পানির মাত্রা পরীক্ষা করতে গোবিন্দ কৃষি জামিতে গিয়েছিলেন। একটি বন্য হাতি তাকে একা পেয়ে আক্রমণ করে। একপর্যায়ে তাকে পায়ের চাপায় মেরে ফেলেছে। এসময় হাতিটির কাছ থেকে বাঁচার কোনো উপায় ছিল না গোবিন্দর।

এদিকে বন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানান্তর করা হয়েছে।

গত কয়েক বছর ধরেই স্থানীয় কৃষকরা রাতে ঘুমাতে পারছেন না। কারণ বন্য হাতির দল তাদের শস্য নষ্ট করছে। তাছাড়া হাতির আক্রমণে প্রায়ই কৃষক মারা যাচ্ছেন।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, একটি পুরুষ হাতি পাল থেকে দূরে সরে গিয়ে ওই কৃষকের ওপর হামলা চালায়।