তুরস্কে অগ্নিকাণ্ডে ৮ শিশুসহ ৯ জনের মৃত্যু

ফানাম নিউজ
  ১০ নভেম্বর ২০২২, ২২:০৮

তুরস্কে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাড়িতেই আট শিশুসহ ৯ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলের বুরসা নগরীতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ওই ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। গভর্নরের দপ্তর জানায়, মারা যাওয়াদের মধ্যে ৮ জনই শিশু, যাদের কারো বয়স ১১ বছরের বেশি নয়। তারা সবাই একই পরিবারের ছিল।

অগ্নিকাণ্ডের শিকার পুরো পরিবারটিই সিরীয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, রাতে ঘুমিয়ে থাকার সময় স্টোভ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

প্রসঙ্গত, তুরস্কে প্রায় চার লাখ সিরীয় শরণার্থী রয়েছে। সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলায় তারা তুরস্কে আশ্রয় নিয়েছে।