দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় গোলা ছুড়লো উত্তর কোরিয়া

ফানাম নিউজ
  ০৫ নভেম্বর ২০২২, ০১:৪৩

সিউল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে ৮০টিরও বেশি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ নভেম্বর) মধ্যরাতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমুদ্রসীমায় এসব গোলা ছোড়ে উত্তর কোরিয়া। এদিকে, পিয়ংইয়ংয়ের এমন আচরণে নিজেদের যুদ্ধবিমানগুলো প্রস্তুত রেখেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা থেকে ৩টার দিকে দুই কোরিয়ার মধ্যবর্তী মিলিটারি ডিমারকেশন লাইনসহ দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকায় উত্তর কোরিয়ার প্লেন উড়তে দেখা যায়।

এর কিছুক্ষণ পরেই ছোড়া হয় ৮০টিরও বেশি গোলা। তাছাড়া, একটি ব্যালিস্টিকসহ একাধিক মিসাইলও ছোড়া হয়। জবাবে অন্তত ২৩টি মিসাইল ছোড়ে দক্ষিণ কোরিয়া। ইউন সুক-ইওল প্রশাসনের দাবি, এর আগে একসঙ্গে এতগুলো মিসাইল ছোড়েনি সিউল।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, এফ-৩৫ যুদ্ধবিমান ছাড়াও ৮০টি যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে তারা। উত্তর কোরিয়ার যেকোনো ‍উগ্র আচরণের জবাব দিতে প্রস্তুত আছে সিউল।

গত মাসেও উত্তর কোরিয়ার ১০টি যুদ্ধবিমান একই ধরনের সাময়িক মহড়া চালায়। তখনও নিজের যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল দক্ষিণ কোরিয়া।

কিম জং ‍উন প্রশাসনের এমন আচরণে যৌথ বিমান মহড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

এদিকে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি পাক জং চোন বলেন, ওয়াশিংটন ও সিউল মহড়া চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত বিপজ্জনক। এ সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে।

অন্যদিকে ওয়াশিংটনে আয়োজিত এক বৈঠকে নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড জেমস অস্টিন ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লি জং-সুপ। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিজেদের সামর্থ সর্বোচ্চ করার আহ্বান জানান দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।

এরই মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একত্র হতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এতে সমর্থন দিয়েছে- যুক্তরাজ্য, ফ্রান্স, আলবেনিয়া, আইয়ারল্যান্ড ও নরওয়ে।

এদিকে, বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে ফেলায় উত্তর কোরিয়ার নিন্দা করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার। পিয়ংইয়ংকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স