শিরোনাম
রাশিয়ায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেখানের গভর্নর ইগোর কোবজেভ বলেন, বিমানটি সাইবেরিয়ার ইরকুতুস্ক শহরের কাছে একটি দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।
রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি দুই আসনের মাল্টি রোল সুখই এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান ছিল। পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়।
রাশিয়া টুডে জানিয়েছে, বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই দ্রুত ফায়ার ফাইটাররা সেখানে ছুটে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিও নিশ্চিত করেছে যে বিমানটি এসইউ-৩০ মডেলের ছিল এবং পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না।
তাছাড়া কয়েকদিন আগেও রাশিয়ায় এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। ক্রাসনোদর অঞ্চলের ওই ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়। আহন হন ২৬ জন।
এদিকে শনিবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়। একটি বাড়ির ছাদের ওপর এক ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি আছড়ে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে।