শিরোনাম
রাশিয়া-বেলারুশের সেনাদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীতে যোগ দিতে বেলারুশে এসে পৌঁছেছে রুশ সেনাদের প্রথম বহর। খবর আল জাজিরার৷
গত সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কে দাবি করেন, বেলারুশে হামলা করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন৷ তাদের ঠেকাতে যৌথ বাহিনী গঠনের ঘোষণা দেন তিনি৷
রুশ সেনাদের নতুন বহর বেলারুশে আসার ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনাবাহিনীর আঞ্চলিক বাহিনী গ্রুপের প্রথম বহর বেলারুশে এসে পৌঁছেছে৷ সীমান্তের নিরাপত্তা বৃদ্ধি ও রক্ষায় এ মিশন হাতে নেওয়া হয়েছে৷
বেলারুশ সীমান্তের নিরাপত্তায় যৌথ বাহিনী গঠনের কথা বললেও শঙ্কা দেখা দিয়েছে ইউক্রেন যুদ্ধে জড়িত হবে বেলারুশ।
লুকাশেঙ্কো অভিযোগ করেছেন, পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং ইউক্রেন বেলারুশে নাশকতামূলক কর্মকান্ড চালানোর জন্য বেলারুশের উগ্রপন্থিদের প্রশিক্ষণ দিচ্ছে৷
সূত্র: আল জাজিরা