ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল পোল্যান্ড

ফানাম নিউজ
  ১৬ অক্টোবর ২০২২, ০০:২১

ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। পোল্যান্ড সফররত ইসরাইলি শিক্ষার্থীদের প্রতিনিধিদলের নিরাপত্তা নিয়ে সমালোচনামূলক বিবৃতি প্রকাশের পর এ তলব করা হয়। 

সম্প্রতি পোল্যান্ডের একজন উপমন্ত্রী জানিয়েছেন ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন।  খবর রয়টার্সের। 

গত বৃহস্পতিবার ইসরাইলের রাষ্ট্রদূত ইয়াকুব লিভনি বলেছেন, শিক্ষার্থী প্রতিনিধিদলকে নিরাপত্তা না দিলে তাদের পক্ষে পোল্যান্ড সফর করা সম্ভব হবে না। তিনি অভিযোগ করেন, ইসরাইলের শিক্ষার্থী প্রতিনিধি দলকে নিরাপত্তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তার এই মন্তব্যের পর পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী পাওয়েল জাবলোনস্কি শুক্রবার এক টুইটার পোস্টে বলেছেন, আমি দুঃখিত যে ইসরাইলের রাষ্ট্রদূত পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের জন্য গণমাধ্যম ও আনুষ্ঠানিক বিবৃতির পথ বেছে নিয়েছেন। ইসরাইলের শিক্ষার্থী প্রতিনিধিদলের পোল্যান্ড সফর অনুষ্ঠিত না হওয়া নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হবে। এসব বিষয়ের ব্যাখ্যা দেওয়ার জন্য ইসরাইলের রাষ্ট্রদূতকে সোমবার তলব করা হয়েছে।

পোল্যান্ডে হলোকাস্ট পরিদর্শনের জন্য ইসরাইলি শিক্ষার্থী প্রতিনিধিদলের নিরাপত্তার জন্য সশস্ত্র নিরাপত্তারক্ষী দেয়ার দাবি জানিয়েছে ইসরাইল। এ নিয়ে ইসরাইল ও পোল্যান্ডের মধ্যে এক রকমের টানাপড়েন সৃষ্টি হয়েছে।