দক্ষিণ চীন সাগরে ‘অজ্ঞাত বস্তুর’ সঙ্গে ধাক্কা খেল মার্কিন পরমাণু সাবমেরিন

ফানাম নিউজ
  ০৮ অক্টোবর ২০২১, ১৪:২৬

দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় পানির নিচ দিয়ে চলার সময় ‘অজ্ঞাত বস্তুর’ সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের ধাক্কা লেগেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। সাবমেরিন বর্তমানে পুরোপুরি চালু রয়েছে।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়,  ২ অক্টোবর বিকালে ইউএসএস কানেটিকেট নামের সাবমেরিনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বলা হয়, সাবমেরিনের কেমন ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করে দেখা হচ্ছে। কী কারণে এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে।

কর্মকর্তারা বলছেন, সাবমেরিনটি এখন গুয়ামের উদ্দেশে রওনা হয়েছে। তারা বলছেন, নিরাপত্তার খাতিরে বৃহস্পতিবারের আগে সাবমেরিনটির দুর্ঘটনার কবলে পড়ার খবর জানানো হয়নি। 

কর্মকর্তারা জানান, সাবমেরিনটি কোন বস্তুর সঙ্গে ধাক্কা খেয়েছে তা এখনও স্পষ্ট নয়। এক কমর্ককর্তা জানান, যে বস্তুর সঙ্গে সাবমেরিনের ধাক্কা লেগেছে তা ডুবে যাওয়া কোনো জাহাজ বা কনেটইনার হতে পারে।

কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় সাবমেরিনে থাকা দুজন মাঝারি ধরনের এবং ৯ জন সামান্য আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। গত মাসে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে নিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন জোট করে যুক্তরাষ্ট্র। এর সপ্তাহ কয়েক পরেই এ ঘটনা ঘটল।

এ ছাড়া এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের সাবমেরিনটি বিরোধপূর্ণ এ এলাকায় ‘অজ্ঞাত বস্তুর’ সঙ্গে ধাক্কা খেল যখন চীন-তাইওয়ানের মধ্যে উত্তেজনা তুঙ্গে।