আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার যুদ্ধবিরতি

ফানাম নিউজ
  ১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩

নাগর্নো-কারাবাখ ইস্যুতে আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। এরই মধ্যে এ লড়াই উভয় পক্ষের ১৫৫ জন সেনা নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। এ বিষয়ে যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আজারবাইজান।

আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদের উচ্চপদস্থ কর্মকর্তা আরমেন গ্রিগরিয়ান টেলিভিশনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, স্থানীয় সময় বুধবার রাত আটটা থেকে কার্যকর হয়েছে এটি। আজারবাইজান ও আর্মেনিয়া আলোচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে।

২০২০ সালে নাগরনো-কারাবাখ নিয়ে ছয় সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় প্রতিবেশী দুই দেশ। এতে আর্মেনিয়ার বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘সিক্স ডে ওয়ার’ নামে পরিচিত ওই ঘটনায় ছয় হাজার ৭০০ মানুষ নিহত হন।

সূত্র: এপি, আল জাজিরা, রয়টার্স