ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত ১০

ফানাম নিউজ
  ১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬

ইথিওপিয়ায় গত দুই দিন উত্তর টিগ্রেতে বিমান ও ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।

মেকেলেতে আবাসিক এলাকায় বুধবার এই হামলা চালানো হয়। দুইটি ড্রোন থেকে আবাসিক এলাকা ডাগিম আমসালে হামলা করা হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও পাঁচজন মারা যান। খবর রয়টার্সের।

জরুরি সেবায় নিয়োজিতরা জানিয়েছেন, এই অঞ্চলের সঙ্গে বাইরের বিশ্বের কোনো যোগ নেই। তাই প্রয়োজনীয় জিনিসের একান্তই অভাব।

চিকিৎসক কিবরন বলেন, ‘আমি কী করব জানি না। অক্সিজেন নেই। ওষুধ নেই। ফলে যাদের সুস্থ করে তোলা যেত, তাদের আমরা হারাচ্ছি।’

আরেক চিকিৎসক বলেছেন, ‘বেশ কিছু মানুষের অস্ত্রোপচার করা দরকার। কিন্তু তা করা সম্ভব হচ্ছে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আরো বেশ কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।’

মঙ্গলবার মেকেলে বিশ্ববিদ্যালয়ে একইরকমভাবে ড্রোন হামলা হয়েছিল। স্থানীয় টিগ্রে কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।

ইথিওপিয়ার সেনাবাহিনীর সঙ্গে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের লড়াই আবার শুরু হয়েছে। তার জেরেই এই ড্রোন-হামলা।

টিপিএলএফের মুখপাত্র বলেছেন, আদ্দিস আবাবাতে যারা ক্ষমতায় আছেন, তারা শান্তি চাইছেন না। তারা লড়াই করতে চান। সেজন্যই বিমান ও ড্রোন হামলা হচ্ছে।

প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ সরকারের তরফে এই হামলা নিয়ে কেউ মুখ খোলেননি।