শিরোনাম
ইউক্রেন বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পিছু হটার পরদিন রুশ বাহিনী প্রতিশোধ নিতে দেশটির পূর্বাঞ্চলের বেসামরিক স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।
ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পানির সুবিধা ও একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ফলে ওই অঞ্চলে বিদ্যুৎবিভ্রাট ও পানি সরবরাহে বিঘ্ন ঘটছে।
রবিবার জেলেনস্কি এক টুইট বার্তায় রাশিয়ানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে লেখেন, ‘সামরিক বাহিনী নয়, জনগণকে আলো ও তাপ থেকে বঞ্চিত করাই তাদের লক্ষ্য।’
রুশ নিয়ন্ত্রিত এলাকাসহ ওই অঞ্চলের ৯০ লাখ মানুষ সমস্যায় পড়ে।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেন, বেশ কিছু বসতিতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। হামলার শিকার সাইটগুলোর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জরুরি কাজে নিয়োজিত লোকজন।
সামি, দিনিপ্রোপেট্রোভস্ক, পোলটাভা, জাপোরিঝিয়া ও ওডিসা অঞ্চল থেকেও বিদ্যুৎবিভ্রাটের খবর পাওয়া গেছে।