শিরোনাম
ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই এ ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, “যদিও এ বিষয়ে আমি এখনও বিস্তারিত জানি না, তবে আমি সেখানে যাব।”
এখনও শেষকৃত্য অনুষ্ঠানের তারিখ নিশ্চিত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন হতে পারে।
বাইডেন বলেন, তিনি এখনও রানির ছেলে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলেননি। তিনি বলেন, ‘আমি তাকে চিনি...তবে এখনও ফোন দেওয়া হয়নি।”
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান। মায়ের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হয়েছেন প্রিন্স চার্লস।
সূত্র: সিবিএস নিউজ, সিএনএন