শিরোনাম
৭০ বছর ধরে যুক্তরাজ্যের সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিবজাবেথ। এ সময় তিনি পেয়েছেন ১৫ জন প্রধানমন্ত্রীকে। রীতি অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে রানির বাকিংহাম প্যালেসে সাক্ষাতের কথা। কিন্তু দুইজনের সাক্ষাৎ হয়েছে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে থেকেই নিজের প্রিয় বালমোরাল প্যালেসে ছিলেন রানি। লিজ ট্রাসের সঙ্গে রানির সাক্ষাৎ হয় ৬ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর রানির মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়।
রানি দ্বিতীয় এলিজাবেথ ও লিজ ট্রাসের ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী জেন বারলো। সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল। লিজ ট্রাস পৌঁছানোর আগেই বালমোরাল প্যালেসে উপস্থিত হন জেন। একসময় রানির সঙ্গে সামান্য কিছু সময় কাটানোর সুযোগ হয়েছিল তার। জেন বলেন, রানিকে ভঙ্গুর মনে হলেও তিনি ছিলেন হাসিখুশি। তাকে সুখী মানুষ হয়েছে। তিনি আবহাওয়া নিয়ে প্রশ্ন করেছিলেন।
অল্প সময়ের মধ্যেই লিজ ট্রাস রানির সঙ্গে সাক্ষাতের জন্য নির্ধারিত কক্ষে পৌঁছান। পরে রানি ও লিজের ছবি তুলে কক্ষ ছেড়ে বেরিয়ে যান জেন। লিজ ট্রাস পৌঁছানোর আগে শুধু রানির ছবি তুলেছিলেন জেন বারলো। এখন সেই ছবিটিই ভাইরাল। জেন জানান, রানি সেই ছবির জন্য পোজ দেননি। স্বাভাবিকভাবেই ছবিটি তোলা হয়েছিল। এই ছবিকে এখন রানির জীবনের শেষ মূহর্তে ক্যামেরাবন্দী হওয়া অন্যতম ছবি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র : স্কাই নিউজ