শিরোনাম
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে টিকা নিয়েছেন মেয়ে। বাবার অভিযোগ, বাঁচতে গিয়ে উল্টো কোভিশিল্ড টিকা নিয়ে তার মেয়ের মৃত্যু হয়েছে। এজন্য তিনি ক্ষতিপূরণ হিসাবে এক হাজার কোটি টাকা দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন।
মামলায় উত্তর চেয়ে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে নোটিশ পাঠিয়েছে মুম্বাই হাইকোর্ট।
দিলীপ লুনাওয়াত নামে আওরঙ্গাবাদের এক বাসিন্দা সেরাম ইনস্টিটিউট ও বিল গেটসের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আদালতে এই মামলা করেছেন। দিলীপের দাবি, কোভিশিল্ড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেই মারা গেছে তার মেয়ে। দিলীপের করা পিটিশনে ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়, ডিসিজিআই ভি জি সোমানি এবং এমস ডিরেক্টরেরও নাম রয়েছে।
দিলীপ আদালতকে জানিয়েছেন, তার মেয়ে একজন ডাক্তার ছিলেন এবং ধামনগাঁওয়ের এসএমবিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালে শিক্ষকতা করতেন। তিনি আরও জানান, তার মেয়ে যে ইনস্টিটিউটে পড়াতেন সেখানের সকল স্বাস্থ্যকর্মীকে টিকা নিতে বলা হয়। এই জন্য তার মেয়েও টিকা নিতে বাধ্য হন। তার মেয়েকে টিকাগুলো সম্পূর্ণ নিরাপদ বলে আশ্বস্ত করা হয়। গত বছরের ২৮ জানুয়ারি তার মেয়ে টিকা নেন।
দিলীপের দাবি, ১ মার্চ টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার মেয়ের মৃত্যু হয়। দিলীপ বলেন, সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হয়েছিল যে টিকাগুলো নিরাপদ। কিন্তু তারপরেও তার মেয়ের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, তার মেয়ে-সহ যাদের টিকা দিয়ে ‘হত্যা’ করা হয়েছে তাদের ন্যায়বিচারের জন্যই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২০২০ সালে ভারতসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে টিকাকরণ বাড়াতে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চুক্তি করে ভারতের সেরাম ইনস্টিটিউট।