আফগানিস্তানে মসজিদের সামনে ভয়াবহ বোমা হামলা, নিহত ১৫

ফানাম নিউজ
  ০২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে তালেবান শীর্ষ নেতা মুজিব রহমান আনসারি সহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি জানিয়েছেন, জুমার নামাজ আদায় করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে গুজার্গ মসজিদে যাচ্ছিলেন মুজিব রহমান আনসারি। 

তখনই তার ওপর বোমা ছোঁড়া হয়। এতে মুজিব ও তার নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। 

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় মসজিদের বাইরে রক্তাক্ত দেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। 

গত জুনে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে মুজিব রহমান আনসারি তালেবানের পক্ষে শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন। তাছাড়া যারা তালেবান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সমালোচনা করেছিলেন তিনি। 

গত বছর ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর গত এক বছরে একাধিক মসজিদে হামলা হয়েছে। সেগুলোর দায় স্বীকার করেছিল আইএসআইএল। আইএস জঙ্গি সংগঠনটি যেসব মসজিদে হামলার চালিয়েছে সেগুলোর বেশিরভাগই ছিল শিয়া মসজিদ।

হেরাতের যে মসজিদে তালেবান নেতা যাচ্ছিলেন সেটি একটি সুন্নি মসজিদ। তালেবানরাও সুন্নিপন্থি দল।