শিরোনাম
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই রুশ তেল সংস্থার শীর্ষ কর্মকর্তার মৃত্যু হল রহস্যজনক ভাবে। মস্কোর একটি হাসপাতালের জানালা ভেঙে তিনি নীচে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল সংস্থা ‘লুকঅয়েল’ এর প্রধান রাভিল ম্যাগানোভ। সংস্থার শুরু থেকেই তিনি এই দায়িত্বে ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া তেল সংস্থার ভেতরেও। লুকঅয়েলের তরফ থেকে বিবৃতি জারি করে স্রেফ জানানো হয়েছে, রাভিলের মৃত্যু হয়েছে গুরুতর অসুস্থতার কারণে।
কিন্তু প্রশ্ন উঠছে, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর রাভিল কেন জানালা দিয়ে ঝাঁপ দেবেন? রাভিলের মতো মানুষ কখনওই আত্মহত্যা করতে পারেন না বলে মনে করেন অনেকেই। তাহলে ৬৭ বছরের রাভিল হাসপাতালের জানালা ভেঙে বাইরে এলেন কী করে?
তবে শুধু রাভিলই নয়, রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, গত মে তে লুকঅয়েলেরই ম্যানেজার অ্যালেকজান্ডার সুব্বোটিনকে মৃত অবস্থায় একটি বাড়ির বেসমেন্টে পাওয়া যায়। গত কয়েক মাসে সংস্থার আরও কয়েক জন উচ্চপদস্থ কর্তার রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছিলেন রাভিল। জানিয়েছিলেন, এর ফলে অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। যা কারও কাম্য নয়। তিনি যত দ্রুত সম্ভব সামরিক অভিযান শেষ করার আবেদনও জানিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিনের কাছে। কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি।
স্বভাবতই প্রশ্ন উঠছে, সেই কারণেই কি চলে যেতে হল রাভিলকে। এখনও পর্যন্ত তেমন কোনও নির্দিষ্ট সূত্র পাওয়া না গেলেও রাভিল আত্মহত্যা করার মানুষ নয় বলেই বিশ্বাস তার ঘনিষ্ঠদের।