শিরোনাম
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, একটি অনলাইন রেডিও স্টেশনের পরিচালক লেইনার মন্টেরো ও একটি অনলাইন নিউজ ওয়েবসাইটের পরিচালক ডিলিয়া কনট্রেরাসকে মাগডালেনাকে বিভাগের ফান্ডাসিওনের পৌরসভার কাছে হত্যা করা হয়। তখন তারা একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। গাড়িতে থাকা অন্যজন আহত হয়েছেন।
মাগডালেনার পুলিশ কমান্ডার আন্দ্রেস সেরনা বলেন, ধর্মীয় উৎসবে অনলাইন রেডিও স্টেশনের পরিচালক লেইনার মন্টেরো সঙ্গে কয়েকজনের মারামারি হয়। এসময় তিনিসহ তার বন্ধুরা অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন।পরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।
যদিও কর্তৃপক্ষ বলেছে, হত্যাকাণ্ড সাংবাদিকদের পেশার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়। হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের দাবি জানিয়েছে দ্য ফাউন্ডেশন ফর প্রেস ফ্রিডম নামের একটি অলাভজনক বেসরকারি সংস্থা।
তবে এই এলাকায় বেশ কয়েকটি অপরাধী গ্রুপ সক্রিয় রয়েছে।