শিরোনাম
রুশ সেনাবাহিনীর দখলে থাকা জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সক্রিয় চুল্লির সঙ্গে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির পরমাণু সংস্থা।
বিবিসি জানায়, এই প্রথম ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হল। যার ফলে ইউরোপ বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনার মুখোমুখি হয়েছিল।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, শুধুমাত্র ব্যাক-আপ ইলেক্ট্রিসিটি থাকার কারণেই জাপোরিঝজিয়া প্ল্যান্ট নিরাপদ রয়েছে।
ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল লড়াই চলছে। যা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
জাপোরিঝজিয়া কাছে গোলা হামলায় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গের কারণে বিদুৎ কেন্দ্রটির দুটি সক্রিয় পাওয়ার ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রের একটি থার্মাল প্ল্যান্টের কাছে জ্বলা আগুন মাথার ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লাগায় পাওয়ার ইউনিট দুটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয় বলে বৃহস্পতিবার এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে ইউক্রেনের পরমাণু সংস্থা এনারোঅ্যাটম।
আগ্রাসীদের (রাশিয়া) কর্মকাণ্ডের কারণে জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (জেএনপিপি) ইতিহাসে এই প্রথম ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় বলে পোস্টে লিখেছে এনারোঅ্যাটম। রাশিয়ার গোলা বর্ষণের কারণে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি বিকল্প লাইন আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়।
এর আগে রাশিয়া জাপোরিঝজিয়ার বিদ্যুৎ নিজেদের গ্রিডের সঙ্গে জুড়ে নেওয়ার জন্য কেন্দ্রটির সংযোগ ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করতে চাইছে বলে সতর্ক করেছিল এনারোঅ্যাটম।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এক বিবৃতিতে বলেছে, প্ল্যান্টে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সংযোগ দেওয়া হয়েছে।