শিরোনাম
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যারা দারিয়া দুগিনাকে হত্যা করেছে তাদের প্রতি কোনো দয়া দেখাবে না রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তি আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা শনিবার নিহত হন। মস্কোতে গাড়ি বোমা হামলায় তিনি প্রাণ হারান।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানায়, দারিয়া দুগিনাকে হত্যা করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। তারা এক নারীকে দিয়ে এ কাজ করিয়েছে।
এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, আমার বিশ্বাস এটি একটি বর্বর অপরাধ, এই অপরাধের জন্য কোনো ক্ষমা দেওয়া হবে না, যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদেরও ক্ষমা করা হবে না।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে লাভরভ আরও বলেন, এখন, আমি যা বুঝেছি, এফএসবি ইতোমধ্যে এটির রহস্য উন্মোচন করেছে, যেটি তদন্ত করা হচ্ছে। আমার আশা তদন্ত দ্রুত শেষ হবে। অবশ্যই যারা এটি সংগঠিত করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের প্রতি কোনো মায়া দেখানো হবে না।
এদিকে আশঙ্কা করা হচ্ছে দুগিনা হত্যাকাণ্ডের জেরে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাতে পারে রুশ সেনারা। কারণ তারা দাবি করছে কিয়েভ থেকে এ হামলার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: সিএনএন