শিরোনাম
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তাদের সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানিয়েছে, খেরসনের আন্তোনভস্কি ব্রিজের পাশেই একটি ভাসমান ব্রিজ বানানো কাজ শুরু করে দিয়েছে রুশ সেনারা। ব্রিজ তৈরি করতে সেখানে যুদ্ধ জাহাজ নিয়ে এসেছে তারা। খবর দ্য গার্ডিয়ানের।
খেরসন সিটির সঙ্গে সংযোগ স্থাপনকারী এ ব্রিজটিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এরপর এটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।
এই ব্রিজটি দিয়ে দক্ষিণ দিকে অবস্থানরত রুশ সেনাদের কাছে রসদ পাঠানো হত।
ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছে, দিনিপ্রো নদীর ওপর অবস্থিত আন্তোনভস্কি ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নদী পারপারে ফেরি ব্যবহার করছে সাধারণ মানুষ ও রুশ সেনারা।
ব্রিটিশ গোয়েন্দারা আরও বলেছে, যদি ভাসমান ব্রিজটি রুশ সেনারা তৈরি করা সম্পন্ন করতে পারে তাহলে তাদের রসদ পরিবহণের সক্ষমতা বাড়বে। বর্তমানে ক্ষতিগ্রস্ত আন্তোনভস্কি ব্রিজটির একদম পাশেই ভাসমান ব্রিজটি তৈরি করা হচ্ছে।
তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ভাসমান ব্রিজটিও ইউক্রেনের সেনাদের হামলার লক্ষ্য বস্তু হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান