পুরুষদের সমকামিতা বৈধতা দিচ্ছে সিঙ্গাপুর

ফানাম নিউজ
  ২২ আগস্ট ২০২২, ১০:৪৫

পুরুষ সমকামিতাকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। অর্থাৎ পুরুষদের মধ্যে হওয়া যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। সমাজ, শহর ও রাজ্য ‘গে’ মানুষদের আগের থেকে বেশি গ্রহণ করছে বলেও জানান তিনি। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী বলেন, তবে শহর ও রাজ্যে বিবাহের আইনি সংজ্ঞা অর্থাৎ একজন পুরুষ ও নারীর মধ্যে যে বিয়ে হয় তা পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই সরকারের।

প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জাতীয় দিবসের সমাবেশে বক্তৃতায় বলেন, আমি বিশ্বাস করি এটি করা সঠিক কাজ। তাছাড়া এমন সিদ্ধান্ত বেশিরভাগ সিঙ্গাপুরবাসী গ্রহণ করবে। ঔপনিবেশিক যুগের পেনাল কোডের ধারা-৩৭৭এ বাতিল করা হবে। এ আইনের মাধ্যমেই পুরুষদের মধ্যে যৌনতাকে অবৈধ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ধারা-৩৭৭এ বাতিল করলেও আমরা বিবাহের প্রতিষ্ঠানগুলোকে বহাল ও রক্ষা করবো। বর্তমান আইনের অধীনে সিঙ্গাপুরে শুধু একজন পুরুষ ও একজন নারীর মধ্যে বিবাহ স্বীকৃত ৷