শিরোনাম
ইউক্রেন যুদ্ধের মাস্টারমাইন্ড বলা হয় তাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ব্যবসায়ী আলেক্সজান্ডার দুগিনের মেয়ে মস্কোর কাছে বোমা হামলায় নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অনেকদিন ধরেই ইউক্রেনের ‘জঙ্গিদের’ নিশানায় ছিলেন ব্যবসায়ী আলেক্সজান্ডার দুগিন। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে।
শনিবার (২০ আগস্ট) রাতের ওই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।
রাশিয়া দাবি করেছে, ইউক্রেন মদদপুষ্ট জঙ্গিদের আসল টার্গেট ছিলেন আলেক্সজান্ডার। তাই পরিকল্পিতভাবে গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। কিন্তু ভাগ্যজোরে বেঁচে যান তিনি।
ডায়রার মৃত্যুতে শোক প্রকাশ করে পুতিন ঘনিষ্ঠ পূর্ব ইউক্রেনের ডোনেৎস্কের পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন তাকে ‘প্রকৃত রাশিয়ার মেয়ে’ বলে উল্লেখ করেন।
রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একই গাড়িতে একটি ইভেন্ট থেকে বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল দুগিন ও তার মেয়ের। কিন্তু গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে তারা আলাদাভাবে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুগিনের মেয়ে যে গাড়িতে ছিলেন, তা দাউদাউ করে জ্বলছে। আর দুগিন হতবাগ হয়ে সেই দেখছেন। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।