শিরোনাম
গুলি ও বোমা ফাটিয়ে শুক্রবার (১৯ আগস্ট) সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলের মধ্যে ঢুকে ভেতরে থাকা লোকজনকে জিম্মি করে ফেলে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল শাবাব।
শনিবার (২০ আগস্ট) মাঝরাত পর্যন্ত চলে জিম্মিনাটক। পরে শ্বাসরুদ্ধকর অভিযানে ৩০ ঘণ্টার অবরুদ্ধ শেষ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের হামলায় সব মিলিয়ে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, শুক্রবার (১৯ আগস্ট) গভীর রাতে হঠাৎ রাজধানী মোগাদিসুর হায়াত হোটেলের বাইরে গুলি ও বোমা ফাটিয়ে প্রবেশ করে সশস্ত্র জঙ্গিরা। অবরুদ্ধ করে ফেলে ভেতরে থাকা লোকজনদের। চালায় এলোপাতাড়ি গুলি। এতে হতাহত হন অনেকে।
এ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল শাবাব।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, সোমালিয়ান নিরাপত্তা বাহিনী অবরোধের অবসান ঘটিয়েছে। অস্ত্রধারীরা মারা গেছে। গত এক ঘণ্টা ধরে ভবনের ভেতর থেকে কোনও গুলির আওয়াজ আসেনি।
দীর্ঘ ৩০ ঘণ্টার রক্তক্ষয়ী লড়াইয়ে হোটেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত এবং শনিবার নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণে হোটেলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের ফলে হোটেলের ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
তবে, জিম্মিদশার অবসান ঘটেছে কিনা তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বিবিসি।