‘রাশিয়ার সার ও খাদ্যপণ্য অবশ্যই বিশ্ববাজারে আসতে হবে’

ফানাম নিউজ
  ২১ আগস্ট ২০২২, ০৮:০৮

বিশ্ববাজারে রাশিয়ার উৎপাদিত সার ও কৃষিপণ্য সরবরাহের ওপর জোর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সম্প্রতি তিনি বলেছেন, আগামী বছরের শুরুতে বিশ্বে খাদ্য সঙ্কট ঠেকাতে অবশ্যই রাশিয়ার সার ও কৃষিপণ্য আসা নিশ্চিত করতে হবে।

যৌথ সমন্বয় কেন্দ্র (জেসিসি) থেকে গুতেরেস বলেছেন, ‘এগুলো বাজারে আনার জন্য সহযোগিতা নিশ্চিত করা সব সরকারি ও বেসরকারি খাতের জন্য গুরুত্বপূর্ণ।’

জেসিসি ইউক্রেনীয় শস্য রপ্তানি চুক্তি বাস্তবায়নের তত্ত্বাবধান করছে।  ইউক্রেনীয় শস্য রপ্তানি চুক্তি বাস্তবায়নে কিয়েভ ও মস্কোর মাঝে গ্যারান্টর হিসেবে মধ্যস্থতা করছে জাতিসংঘ ও তুরস্ক। জেসিসির চুক্তিটি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়াকে তার কৃষি পণ্য ও সার রপ্তানির অধিকারের নিশ্চয়তা দিয়েছে।

গুতেরেস বলেছেন, ‘আমরা ইস্তাম্বুল ও ওডেসায় সমাধানের আরও দৃশ্যমান অংশ দেখছি। এই প্যাকেজ চুক্তির অন্য অংশটি হল রাশিয়ার খাদ্য ও সারের বৈশ্বিক বাজারে নিরবচ্ছিন্ন প্রবেশের সুযোগ করে দেওয়া, যা নিষেধাজ্ঞার অধীন নয়। তবে এরপরও রাশিয়ার সার ও কৃষি রপ্তানি এখনও ‘প্রতিবন্ধকতার’ সম্মুখীন বলে অভিযোগ করেছেন জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেছেন, ‘২০২২ সালে সার সরবরাহ না থাকলে ২০২৩ সালে পর্যাপ্ত খাদ্য নাও থাকতে পারে। ইউক্রেন ও রাশিয়া থেকে আরও বেশি খাদ্য এবং সার পাওয়া পণ্যের বাজারকে আরও স্থিতিশীল করতে এবং দাম কমানোর জন্য গুরুত্বপূর্ণ।’

সূত্র:  রয়টার্স