শিরোনাম
কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতো দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল দেশটির নির্বাচন কমিশন তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়।
নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গার চেয়ে খুবই কম ব্যবধানে এগিয়ে থেকে প্রেসিডেন্ট হয়েছেন উইলিয়াম রুতো।
অফিসিয়াল তথ্য অনুযায়ী উইলিয়াম রুতো পেয়েছেন ৫০.৪৯ ভাগ ভোট।
কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এর ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় নাটকীয়তা। পরাজিত প্রার্থী ওদিঙ্গার সমর্থকরা নির্বাচনে কারচুপির অভিযোগ করে।
সোমবার কেনিয়ার সাতজন ইলেক্ট্রোরাল কমিশনের মধ্যে চারজন কমিশনার ফলাফল ঘোষণার আগ মুহূর্তে ঘোষণা দেন তারা এ নির্বাচনের ফলাফলের দায় নেবেন না। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণা করতে দেরি করা হয়।
চারজন ইলেক্ট্রোরাল কমিশনার জানান, এ নির্বাচনের যে ফলাফল ঘোষণা হতে যাচ্ছে এর দায়-দায়িত্ব আমরা নেব না। কারণ এটি অস্বচ্ছ নির্বাচন।
তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, সকলে যেন শান্ত থাকেন এবং বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হন।
এদিকে এবারই প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৫ বছর বয়সী উইলিয়াম রুতো। তিনি ১০ বছর ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তবে প্রেসিডেন্ট উহুরু কেনায়াত্তার সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়।
এরপর প্রেসিডেন্ট উহুরু কেনায়াত্তা নিজের সমর্থন জানান ওদিঙ্গাকে।
সূত্র: বিবিসি