জেরুজালেমে ইসরায়েলি বাসে গুলি, আহত ৮

ফানাম নিউজ
  ১৪ আগস্ট ২০২২, ১৫:৪৮

দখলকৃত জেরুজালেমের পুরাতন শহরের কাছে ইসরায়েলি একটি বাসে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারী। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আটজন। এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

টাইমস অব ইসরায়েল পত্রিকা জানিয়েছে, আহতদের মধ্যে সাত পুরুষ এবং একজন ৩৫ বছর বয়সী গর্ভবতী মহিলাও রয়েছেন। তাদের জেরুজালেমের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (১৪ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বসতিদের বহনকারী বাসটি ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে অপেক্ষা করছিল।

হামলার পর পালিয়ে যাওয়া বন্দুকধারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইসরায়েলি পুলিশ।পুলিশের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ঘটনাটিকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।