শিরোনাম
ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর হামলার প্রতিবাদ করে একটি টুইট করেছিলেন ব্রিটিশ লেখিকা হ্যারি পটার স্রষ্টা জেকে রাওলিং। এর প্রেক্ষিতে এবার তাকেও হত্যার হুমকি দেওয়া হল। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে সালমন রুশদির হামলার প্রেক্ষিতে একটি টুইট করে জেকে রাওলিং লিখেছিলেন, ‘বিভীষিকাময় খবর। বর্তমানে খুব খারাপ লাগছে আমার। দয়া করে তাকে সুস্থ হতে দিন’। এরপর এই টুইটের ‘রিপ্লাই’ সেকশনের একটি স্ক্রিনশট পোস্ট করেন ব্রিটিশ লেখিকা।
সেখানে দেখা যায়, মীর আজিজ নামক একজন হামলাকারী হাদি মাতারের কথা তুলেছেন। সেখানে সে হাদিকে ‘ক্রান্তিকারী শিয়া যোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়েছে। পাশাপাশি হাদির প্রশংসা করে মীর লেখেন যে, হাদি আয়াতুল্লাহ খামেনির ফতোয়া মেনে এই কাজ করেছেন। অপর একটি ছবিতে দেখা যায় আসিফ আজিজ নামক এক ব্যক্তি টুইট করে লেখেন, ‘চিন্তা করবেন না, এরপরে আপনার পালা’।
পরে জেকে রাওলিংকে সমর্থন করে প্রচুর লোকে টুইট করেন। এর প্রেক্ষিতে রাওলিং টুইট করে লেখেন, ‘যারা আমাকে সমর্থন করছেন: তাদেরকে ধন্যবাদ। পুলিশ বিষয়টির তদন্ত করছে’।
প্রসঙ্গত, শুক্রবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের আগে হামলা করা হয় বিশিষ্ট লেখক সালমান রুশদির ওপর। এরপরই গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সালমানকে। রিপোর্ট অনুযায়ী, ১০ থেকে ১৫ বার সালমানের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হামলাকারী। এর জেরে মুখ থেকে শুরু করে সালমানের পেটের বিভিন্ন অংশে ক্ষত তৈরি হয়।
প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে ইরানে নিষিদ্ধ আছে রুশদির লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’। একাধিক মুসলিম সংগঠনের দাবি, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলেন সালমান। পরে ১৯৮৯ সালে ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনি ‘ফতোয়া’ জারি করে রুশদিকে হত্যার ডাক দিয়েছিলেন।