পৃথিবীর শুষ্কতম স্থানে বন্যা!

ফানাম নিউজ
  ১১ আগস্ট ২০২২, ১৭:৩৯

বিশ্বের ভয়াবহতম জায়গাগুলোর তালিকায় রয়েছে এর নাম। আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশের নেভাদা অঙ্গরাজ্যের সীমান্ত এলাকার বিশ্বের শুষ্কতম এই অঞ্চলের পরিচিতি ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হিসেবে।

১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ১২৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ৯ বছর ধরে বিশ্ব রেকর্ড ছিল। সেন্টিগ্রেডের হিসেবে যেটা প্রায় ৫৪ ডিগ্রি! বিশ্বের উষ্ণতম সেই স্থান এবার ভাসল বন্যার পানিতে!

এই নিয়ে গত ১০০০ বছরে মাত্র চার বার বন্যা পরিস্থিতি তৈরি হল ডেথ ভ্যালিতে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টির জেরেই বানভাসি হয়েছে ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা।

গত ৮৬ বছরের মধ্যে এই নিয়ে তৃতীয় বার ডেথ ভ্যালিতে বৃষ্টি হল। গত শতাব্দীতে দুবার বৃষ্টি দেখেছিল সিয়েরা পর্বতের পাদদেশের এই উপত্যকা। ১৯৩৬ এবং ১৯৮৮-তে।

এমন ঘটনা হাজার বছরে মাত্র কয়েকবার ঘটলেও বিজ্ঞানীদের আশঙ্কা জলবায়ু পরিবর্তনের ফলে এমন ঘটনা বেড়ে যেতে পারে।

আর এবার একেবারে মেঘ ভাঙা বৃষ্টিতে হল হড়কা বান। যার জেরে ‘ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের’ ভেতরে গত কয়েক দিনে এক হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন। ভেসে গিয়েছে বেশ কিছু যানবাহন।

পুরো এলাকা থকথকে কাদায় ভরে যাওয়ায় উদ্ধারের কাজে দেরি হচ্ছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া প্রশাসন।