বিল গেটসকে আফগানিস্তানে সহায়তার আহ্বান ইমরান খানের

ফানাম নিউজ
  ০৭ অক্টোবর ২০২১, ০১:০৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন ধনকুবের ও সমাজসেবী বিল গেটসকে আফগানিস্তানের দারিদ্র্যপীড়িত মানুষদের মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বিল গেটসের সঙ্গে এক টেলিফোন কথোপকথনে তিনি এই আহ্বান জানান। ইমরান খান বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। তাই দেশটিতে জরুরিভিত্তিতে অর্থনৈতিক সহায়তা প্রয়োজন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, আফগানিস্তানের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দুই নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি আফগানিস্তান এবং পাকিস্তানের পোলিও মহামারি নিয়েও আলোচনা করেন তারা।

ইমরান খান পোলিও নির্মূলের ক্ষেত্রে পাকিস্তানের অব্যাহত অগ্রগতি সম্পর্কে বিল গেটসকে অবহিত করেন। তিনি বিল-মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের দেওয়া সহায়তার প্রশংসা করেন।