চীনের মহড়ার মধ্যেই তাইওয়ানের ক্ষেপণাস্ত্র কর্মকর্তার রহস্যমৃত্যু

ফানাম নিউজ
  ০৬ আগস্ট ২০২২, ১৯:৪০

তাইওয়ান সীমান্তের খুব কাছে চীনের যুদ্ধ মহড়া চলছে। এই আবহেই রহস্যমৃত্যু ঘটল তাইওয়ানের ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থার সহ-প্রধানের। তাইওয়ানের সরকারি সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। কী কারণে তার মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।

আউ ইয়াং লি-সিং তাইওয়ানের সেনাবাহিনীর অধীনে থাকা চুং শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনলজির সহ-প্রধান ছিলেন। শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলের ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আউ ইয়াং পেশাগত কাজে দক্ষিণ তাইওয়ানের পিংটুং প্রদেশে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। শনিবার তার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করারও কথা ছিল। চীনের সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকেই ক্ষেপণাস্ত্র উৎপাদন বেশ কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাইপেই।

বৃহস্পতিবার থেকে তাইওয়ান প্রণালীর পিংটুং এলাকার কাছেই আকাশ এবং জলযুদ্ধের মহড়া দিতে শুরু করেছে চীন। তাইওয়ান থেকে চীনের সেই মহড়াস্থলের দূরত্ব ২০ কিলোমিটারেরও কম।