শিরোনাম
ইউক্রেনের সেনারা গুরুত্বপূর্ণ খেরসন থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে ৪৬টি স্থান পুনর্দখল করেছে। এমন তথ্য জানিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন। খবর দ্য গার্ডিয়ানের।
খেরসনে পাল্টা আক্রমণ চালিয়ে খেরসন পুনরায় নিজেদের অধীনে আনার চেষ্টা করছে ইউক্রেন।
যুদ্ধের শুরুতে বিনা রক্তপাত ও বিনা বাধায় কৃষ্ণ সাগরীয় অঞ্চল ও ক্রিমিয়ার সঙ্গে লাগোয়া খেরসন দখল করে রাশিয়ার সেনাবাহিনী।
কিন্তু যুক্তরাষ্ট্রের পাঠানো দূরপাল্লার অস্ত্র দিয়ে এখন খেরসনে হামলা চালিয়ে রাশিয়ার সেনাদের সরিয়ে দেওয়ার মিশন শুরু করেছে ইউক্রেন।
এসব অস্ত্র দিয়ে খেরসনের গুরুত্বপূর্ণ ব্রিজ, অস্ত্রের গুদাম এবং সামরিক স্থাপনায় নিয়মিত হামলা চালাচ্ছে ইউক্রেন।
এ ব্যাপারে ইউক্রেনের আঞ্চলিক প্রশাসনের প্রধান দিমিত্রো বুত্রি বলেন, খেরসনে আজ ৪৬টি স্থান দখলদারমুক্ত করা হয়েছে।
দিমিত্রে বুত্রি জানিয়েছেন, যেসব স্থান পুনর্দখল করা হয়েছে সেগুলোর বেশিরভাগই খেরসনের উত্তর দিকে অবস্থিত। আর কিছু কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত দক্ষিণ দিকের স্থান।
তিনি আরও জানিয়েছেন যেসব স্থান দখল করেছে ইউক্রেন সেগুলোর ৯০ ভাগই ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা এবং এখনো হামলা চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান