পিকআপভ্যানে ডিজে পার্টি, বিদ্যুৎস্পর্শ হয়ে ১০ জনের মৃত্যু

ফানাম নিউজ
  ০১ আগস্ট ২০২২, ১৪:৫৫

ভারতের কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থী দল একটি পিকআপভ্যানে করে ডিজে পার্টি করে জল্পেশের শিবমন্দিরের উদ্দেশে যাচ্ছিল।

পথে গাড়িতেই বিদ্যুৎস্পর্শ হয়ে মৃত্যু হলো ১০ পুণ্যার্থীর। আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্টসার্কিটের ফলে এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সময় গাড়িতে ডিজেও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার হওয়ার পর ওই ঘটনাটি ঘটে।

পুণ্যার্থীদের বেশ কয়েকজনকে অচেতন হয়ে পড়তে দেখে চালক পিকআপভ্যানটি চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত পুণ্যার্থীদের দাবি, গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়েই এই ঘটনা ঘটেছে।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। দুর্ঘটনায় হত্হতরা সরাই শীতলকুচির বাসিন্দা। তাদের পরিবারকেই খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।