মাদাগাস্কারে ডাকাতদের আগুনে নিহত ৩২

ফানাম নিউজ
  ৩১ জুলাই ২০২২, ১৭:১৯

মাদাগাস্কারে ‘ডাহালো’ নামে পরিচিত স্থানীয় দস্যুরা বাড়িতে আগুন দেওয়ার পরে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) দেশটির রাজধানীর উত্তরে একটি এলাকায় এ ঘটনা ঘটে।

মাদাগাস্কারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার দিনগত রাতে রাজধানী আন্তানানারিভো থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) উত্তরে আনকাজোবে জেলায় এ হত্যাকাণ্ড ঘটে।

শনিবার গভীর রাতে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে বলেন, ‘এখানকার লোকেরা একটি মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয়েছে, যাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। ৩২ জন মারা গেছে। এ হত্যাকাণ্ড ঘটিয়েছে নির্মম ডাহালো (দস্যু)। এমনকি তারা নারী ও শিশুদের জীবন্ত পুড়িয়ে দিয়েছে।

‘দাহালো’ হলো মাদাগাস্কারের কিছু অংশে সংগঠিত অপরাধী চক্র, যারা এলাকার লোকদের থেকে গবাদি পশু চুরি করে এবং ডাকাতিসহ অন্যান্য ধরনের অপকর্ম করে।

রাকোটোনিরিনা বলেন, আমরা এই ঘটনায় জড়িতদের এবং তাদের সহযোগীদের খুঁজে বের করব। দোষীদের ধরতে ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র : রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া