শিরোনাম
আফ্রিকা থেকে বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ৭৮টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যাও দিন দিন বাড়ছে। নতুন করে স্পেন ও ব্রাজিলে ভাইরাসটিতে প্রথম একজন করে মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমেত, আফ্রিকার বাইরে স্পেনে মাঙ্কিপক্সে আক্রান্ত বেশি। দেশটিতে এ পর্যন্ত চার হাজার ২৯৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বর্তমানে স্পেনে ১২০ জন মাঙ্কিপক্স রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। মারা গেছেন একজন।
এ ছাড়া ব্রাজিলে মারা যাওয়া রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে আইসিইউতে নেওয়ার পর সেপটিক শকে তার মৃত্যু হয়।
১৯৭০ সালে মানবদেহে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়। কঙ্গোর ৯ বছর বয়সী এক বালকের দেহে ভাইরাসটি ধরা পড়েছিল। এরপর আফ্রিকা থেকে বিশ্বের কয়েকটি মহাদেশে মাঙ্কিপক্সের বিস্তার ঘটে। তবে চলতি বছরের মে মাসে আফ্রিকার বাইরে অসংখ্য মাঙ্কিপক্স রোগীর সন্ধান পাওয়া যায়। বিশ্বজুড়ে মাঙ্কিপক্স দ্রুত বাড়তে থাকায় সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করে।
মাঙ্কিপক্স রোগটির নামের উৎপত্তি হয়েছে মাঙ্কি (বাঁনর) থেকে। কারণ রোগটি প্রথমে একটি বাঁনরের মধ্যেই পাওয়া গিয়েছিল।
সূত্র : আলজাজিরা, বিবিসি