শস্য রফতানিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

ফানাম নিউজ
  ৩০ জুলাই ২০২২, ০৯:৪০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খাদ্য শস্য রফতানিতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। প্রথম চালান পাঠানোর সংকেতের অপেক্ষায় রয়েছে কিয়েভ। শুক্রবার কৃষ্ণ সাগরীয় একটি বন্দর পরদির্শনের সময় তিনি একথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণের পর কিয়েভের বাইরে বিরল সফরে ওডেসার চরনোমোর্স্ক বন্দর পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, আমরা ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানিতে প্রস্তুত। আমাদের অংশীদারদের কাছ থেকে পরিবহন শুরু করার সংকেতের অপেক্ষায় আছি আমরা।

তিনি বলেছেন, রফতানি ‘আজ বা কাল’ শুরু হতে পারে।

তিনি আরও বলেন, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চয়তাদানকারী হিসেবে বহাল থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদিও কৃষ্ণ সাগরে অবরোধ দিয়ে কেউ অন্য দেশের মানুষের জীবন কেড়ে নিচ্ছে, আমরা তাদের বেঁচে থাকার সুযোগ দিচ্ছি।

বিশ্বের গুরুত্বপূর্ণ গম সরবরাহকারী দেশ রাশিয়া ও ইউক্রেন। গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রুশ আক্রমণের পর বিশ্বে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে সংকট লাঘবের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।